Tuesday, November 26, 2013

Hridoye Nirobe

‘হৃদয়ে নিরবে’ 



তুমি থাকবে হৃদয়ে নিরবে- 
কখনো তুলির আঁচড়ে 
ফুটে উঠবে মনের ক্যানভাসে; 
কখনোবা কলমের ঠোঁটে 
কাগজের বুকে অনিন্দ সুন্দর 
কবিতা হয়ে জেগে ঊঠবে। 

কতরাত জেগে আমি তোমায় গড়ি 
মনের সবটুকু মাধুরী মিশিয়ে; 
আপন মনে সাজিয়ে রাখি 
হৃদয়ের ফুলদানিতে যত্ন করে। 
তুমি ঝরে যেওনা যেন 
শুকনো গোলাপের পাপড়ির মত ! 

একাকিত্বের অনুক্ষনে তুমি এসো 
আমায় ভালোবেসে সঙ্গী হতে; 
অনুরাগ ভুলে এসো প্রনয়ের 
নতুন পথ ধরে মাধবিলতার ছায়ে, 
ছুঁয়ে দেব তোমায় মনের কোমল 
পরশে প্রেমের স্নিগ্ধ আবেশে ! 

ঝামেলা হীন জীবনটা কাটছিল ক্লেশে 
শুনলাম তোমারি ডাক তব অবশেষে 
আসি যদি ফিরে তোমার বাহুবন্ধনে 
জড়িয়ে রেখোগো তোমার স্নিগ্ধ আবেশে......।। চমৎকার লিখেছেন।